নগরীতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 30-05-2024

নগরীতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ হই শ্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক কমিটি রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় এলএনওবি নেটওয়ার্কের সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

মোহনপুর উপজেলা এএনসির সভাপতি মোঃ মুরাদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ—পরিচালক শবনম শিরিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনে প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়, বন্ধু সোসাল ওয়েল ফেয়ার সোসাইটি রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী মিস জয়ীতা পলি, বিভাগীয় কোয়ালিশন এলএনওবির সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত, কোয়ালিশন এলএনওবির সহ—সভাপতি  মোঃ ফয়জুল্লাহ চৌধুরী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা করেন মোহনপুর এএনসির সহ-সভাপতি আব্দুল আলীম শেখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]