সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী ইঁদুর দমন বিশেষজ্ঞদের সম্মেলন


ইমা এলিস, নিউ ইয়র্ক , আপডেট করা হয়েছে : 30-05-2024

সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী ইঁদুর দমন বিশেষজ্ঞদের সম্মেলন

আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ইঁদুর দমন নিয়ে সম্মেলন। ১৪-১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিব্য 'উরবান র‌্যাট সামিটে' যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ইঁদুর বিশেষজ্ঞরা এ সম্মেলনে যোগ দেবেন। নিউ ইয়র্ক সিটির ক্রমবর্ধমান ইঁদুর নিয়ন্ত্রণের উপায় বের করার জন্য মেয়র এরিক অ্যাডামস এ ইঁদুর সম্মেলনের আহ্বান জানিয়েছেন।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র অ্যাডামস বলেন, আমি বিশ্বাস করি আমার মতো সিটির নাগরিকরাও ইঁদুরকে ঘৃণা করেন। ইঁদুরের বেশি বিস্তার লাভ করছে এমন সব এলাকায় তাদের বংশ বৃদ্ধি গত এক বছরে ১৪ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

মেয়র বলেন, শত্রুকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় হলো, শত্রুকে জানা। এ কারণেই বিশেষজ্ঞদের নিয়ে এই সম্মেলন হতে যাচ্ছে। ইঁদুর কিভাবে আরো ভালোভাবে দমন করা যায়, তা নিয়ে তারা মতামত দেবেন। আমরা ক্রমাগত এক্ষেত্রে উন্নতি করে যাব এবং আমাদের থামার কোন অবকাশ নেই। শত্রুকে হারাতে হলে তাকে ভালোভাবে জানতে হবে।এজন্যই এ ইঁদুর দমন সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মেয়র এরিক অ্যাডামস আরও বলেন, ইঁদুর নিউ ইয়র্ক সিটির জন্য মহাসমস্যা হিসেবে দেখা দিয়েছে। এগুলো দমনের জন্য ২০২৩ সালের এপ্রিলে ‘র‌্যাট জার’ নাম নগরীর প্রথম ইঁদুর দমন ম্যানেজার হিসেবে ক্যাথলিন কর‌্যাডিকে নিয়োগ করা হয়েছে। তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাতে উৎপাত কিছুটা কমেছে। কিন্তু তবুও সমস্যা রয়ে গেছে। তা সমাধানের জন্যই এই উদ্যোগ।

সিটির স্যানিটেশন কমিশনার জ্যাসিকা টিশচ বলেছেন, আরবান ইঁদুর সম্মেলনের মধ্য দিয়ে ইঁদুর নিয়ন্ত্রণের সেরা উপায় এবং সিটির বর্জ্য ব্যবস্থাপনার সেরা পদ্ধতি সম্পর্কেও ধারণা বিনিময় করা যাবে।    

নিউ ইয়র্ক সিটি ইঁদুরের সিটি হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ বিশেষ এলাকায়ই নয় শুধু ম্যানহাটনের মতো পর্যটনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ইঁদুরের দৌড়ঝাঁপ নগরীর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরবাড়ি, অ্যাপার্টমেন্টে ইঁদুরের উৎপাতে নাগরিকদের বিরক্তি চরমে উঠেছে। স্তূপাকার বর্জ্যই ইঁদুরের বংশ বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হয়। গত বছর সিটি আইনসভায় ইঁদুরকে বিষ প্রয়োগকে মেরে না ফেলে জন্মনিয়ন্ত্রণ করার জন্য একটি আইন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]