থাইল্যান্ডে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-05-2024

থাইল্যান্ডে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা

আড়ালে থাকা খেলার মধ্যে ব্রিজ অন্যতম। নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স করেন। গতকাল (সোমবার) থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক ব্রিজ কংগ্রেস টুর্নামেন্টে বাংলাদেশি চার ব্রিজ খেলোয়াড় প্লেট চ্যাম্পিয়ন হয়েছেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক ব্রিজ কংগ্রেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের ৬ জন ব্রিজ খেলোয়াড় এসপারেয়ন্ট বাংলাদেশ নামে অংশগ্রহণ করে। এশিয়ার অনেক দেশ থেকে একাধিক দলও অংশগ্রহণ করেছে। পঞ্চাশটির বেশি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়রা নবম স্থান অর্জন করে। ২৪ ম্যাচের মধ্যে জিয়া-সোহাগরা ১৫ ম্যাচ জয় পায়। টানা ম্যাচে ক্লান্ত থাকায় শেষ ম্যাচে বাজে ফলাফল করে বাংলাদেশের খেলোয়াড়রা। যে কারণে সেমিতে উঠতে পারেনি। 

সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়াদের নিয়ে একটি কনসোলেশন (প্লেট) টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টে বাংলাদেশের চার খেলোয়াড় ( জিয়া, সুমন, সোহাগ ও জাহিদ) থাইল্যান্ডের দুই জনকে নিয়ে সুইসাইড স্কোয়াড নামে একটি দল গঠন করে। সেই সুইসাইড স্কোয়াড চায়না ওপেন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

সাবেক হকি খেলোয়াড় আশিকু রহমান রাজীব এখন ব্রিজ খেলছেন। বাংলাদেশ এসপারেয়ন্ট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। প্লেট পর্বে ৬ জন বাংলাদেশি না খেলে দুই থাই খেলোয়াড় অর্ন্তভূক্তির কারণ সম্পর্কে থাইল্যান্ড থেকে রাজীব বলেন, ‘আমরা টানা খেলে বেশ ক্লান্ত ছিলাম। থাইল্যান্ডের খেলোয়াড়রা আমাদের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করে তাই মিশ্র দল গঠন হয়। আমাদের চার জন খেলোয়াড়ই দুর্দান্ত খেলেছে।’

ব্রিজ তাস নির্ভর খেলা। তাই সমাজের একটা বিরুপ ধারণা আছে এ নিয়ে। দাবার মতো ব্রিজও অত্যন্ত বুদ্ধিনির্ভর খেলা। এই খেলায় বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। গত বছর হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রিজ দল ভালোই লড়েছিল। থাইল্যান্ডের এই প্লেট চ্যাম্পিয়ন ব্রিজ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেক, ‘এই চ্যাম্পিয়নশিপ আমাদের ব্রিজের জন্য বেশ বড় অর্জন। এশিয়ার সেরা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাদেরকে পরাজিত করে আমাদের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়া বিশাল কৃতিত্ব। সরকারি সহায়তা পেলে আমরা সামনে এশিয়ান গেমস থেকে পদক আনতে সক্ষম হব।’

বাংলাদেশের খেলোয়াড়েরা নিজেদের অর্থ ও স্পন্সর জোগাড় করে এই টুর্নামেন্টে খেলেছেন। ব্রিজ ফেডারেশন সরকারি আদেশ ও অন্যান্য আনুষ্ঠানিকতায় সহযোগিতা করেছে। ব্রিজ ফেডারেশনের আর্থিক কাঠামো খুবই দুর্বল। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]