'পুরুষের সমান হতে পারে না নারীরা, প্রীতি জিন্টা


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 25-05-2024

'পুরুষের সমান হতে পারে না নারীরা, প্রীতি জিন্টা

প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতেই প্রীতি জিন্টা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। বর্তমানে নায়িকা 'লাহোর ১৯৪৭' ছবিতে কাজ করছেন, প্রায় ৬ বছর পর আবার অভিনয় জগতে কামব্যাক করছেন অভিনেত্রী। কিন্তু কেন ৬ বছর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। এই প্রসঙ্গে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানান, তাঁর সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

'ভাইয়াজি সুপারহিট' সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি। কিন্তু বর্তমানে তিনি 'লাহোর ১৯৪৭'-এর হাত ধরে আবার কামব্যাক করছেন। কেন এত দিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রীতি? সেই প্রসঙ্গে ডিডি ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রীতির অকপট স্বীকারোক্তি, “আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। মহিলারা অভিনয় করলেও, নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্বপূর্ণ দিয়ে করলেও 'বায়োলজিক্যাল ক্লক' থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। আমি কোনও অভিনেতাকেও ডেট করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি করে, ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাশ করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি।"

অভিনেত্রী আরও বলেন, "যে সব মহিলারা কাজ করেন তাঁদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কারণ মেয়েদের একটা 'বায়োলজিক্যাল ক্লক' রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলত, 'মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো,' এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।"

প্রীতি বলেছিলেন যে তিনি গত ছয় বছরে ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছেন, কিন্তু 'লাহোর ১৯৪৭'- এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি। এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। এটি প্রযোজনা করেছেন আমির খান। প্রীতি বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। বুধবার ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, শুক্রবার সেখান থেকে স্যোশাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন তাঁর 'কান'-এর প্রথম লুক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]