সাহস করে উঠে দাঁড়ান নইলে কাল আপনার পালা: মঈন উদ্দিন খান


এম শামীম (রাবি প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 22-05-2024

সাহস করে উঠে দাঁড়ান নইলে কাল আপনার পালা: মঈন উদ্দিন খান

সাংবাদিক ও মানবাধিকার সংগঠন নেতা মঈন উদ্দিন খান বলেছেন, "মানবাধিকার লঙ্ঘন হবে যেখানে সেখানেই সাহস করে উঠে দাঁড়ান নইলে গুম, খুন, টর্চারসহ নানান মানবাধিকার লঙ্ঘনের শিকার আপনিও হতে পারেন"। 

বুধবার (২২ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েন কর্তৃক আয়োজিত 'মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের করণীয়' শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ এবং সম্ভাবনা। দেশ ও জাতির ভবিষ্যৎ তাদের উপর নির্ভরশীল। তাই শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ে সচেতন না হলে, নিজেদের অধিকার আদায়ে সর্বদা তৎপর না থাকলে হত্যা, গুম, বর্ডার ক্লিন, বাকস্বাধীনতাহীনতার মতো মানবাধিকারগুলো সবসময় লঙ্ঘিত হতেই থাকবে।

এ সময় তিনি আরও বলেন, যখন যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত থাকে। আর ক্ষমতাসীন দলের অপকর্মের তথ্য যারা জানতে পারে তারাই মানবাধিকার সংক্রান্ত অপরাধ কর্মের ভুক্তভোগী হয়ে থাকে। তাই মানবাধিকার কর্মীদের সাহসের সাথে দল-মত নির্বিশেষে মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্য কাজ করতে হবে।

সেমিনার ও সংগঠনটির সভাপতি মেহেদী সজীব বলেন, মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েন। যখন যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই আমরা একতাবদ্ধভাবে রুখে দাঁড়াব।

সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় এ সময় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হেনা মোস্তফা জামান, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার মোজাম্মেল রনিসহ প্রায় অর্ধ শতাধিক মানবাধিকার কর্মী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]