পুঠিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান হলেন আব্দুল মতিন ও মৌসুমী রহমান


পুঠিয়া প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 22-05-2024

পুঠিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান হলেন আব্দুল মতিন ও মৌসুমী রহমান

পুঠিয়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল (চশমা) প্রতীকে ২৮হাজার ১৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মুরাদ (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১৯হাজার ১৯৩ ভোট ও জামাল উদ্দিন মাস্টার (তালা) প্রতীকে ১০হাজার ৯৫৫ ভোট।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে তিনজনের মধ্যে মৌসুমী রহমান (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২৬হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে পরিজান বেগম পেয়েছেন ২১হাজার ৮৯২ ভোট, শাবনাজ আক্তার হাঁস প্রতিক নিয়ে ৮হাজার ৫৯৬ পেয়েছেন ভোট।

এরআগে মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীন ভাবে চল বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।

উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮২হাজার ১ জন। ভোট পড়েছে ৬২ হাজার ৭৩৮ । প্রদত্ত ভোটের শতকরা হার- ৩৪. ৪৭%।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]