ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত : চলছে অনুসন্ধান


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 19-05-2024

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত : চলছে অনুসন্ধান

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটি খুঁজে বের করার চেষ্টা করছেন, যে হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ভ্রমণ করছিলেন। তাদের অবস্থা ও অবস্থান অজানা।

নিউইয়র্ক টাইমস ইরানি বার্তা সংস্থা এবং জাতিসংঘে দেশটির মিশনের উদ্ধৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা ঘন কুয়াশার কারণে এখনও এটি সনাক্ত করতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানও হেলিকপ্টারটিতে ছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হেলিকপ্টারটি সনাক্ত করতে ১৬টি দলকে নিয়ে একটি বিশাল অনুসন্ধান অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়া প্রচেষ্টা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]