সাংবাদিকদের প্রতীকী অনশন রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-04-2022

সাংবাদিকদের প্রতীকী অনশন রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার দাবিতে এক ঘন্টার প্রতীকী অনশন করেছে তিন উপজেলার সাংবাদিকগণ। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওয়ালিউল হক ডলার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাচোল  বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল হক জহিরসহ তিন উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিক।

প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম, সদস্য পারভেজ শেখ, আজিজুর রহমান, তোহিদুজ্জামান বাবু  প্রমূখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় অনশনকারীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সমাজসেবক আব্দুল জব্বার, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন ও হাবিবুর রহমান। অনশন স্থল থেকে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]