গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৩৫ হাজার পেরোল!


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-05-2024

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৩৫ হাজার পেরোল!

রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকার আবেদন খারিজ করে দক্ষিণের শহর রাফা দখলের অভিযান শুরু হয়েছিল গত সপ্তাহেই। এ বার গাজার উত্তরপ্রান্তে জাবালিয়ায় স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেরায় অভিযান শুরু করল ইজরায়েলি সেনা।

ইজরায়েলি সেনার সাঁড়াশি হামলায় গত ২৪ ঘণ্টায় বেশ অন্তত ৪০ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে।

এর ফলে গত সাত মাসের ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার পেরোল বলে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

অন্য দিকে, রাষ্ট্রপুঞ্জের দাবি, ইজরায়েলি বোমা ও গোলাবর্ষণ থেকে বাঁচতে পূর্ব রাফার শরণার্থী শিবিরগুলি থেকে অন্তত ২ লক্ষ ৬০ হাজার প্যালেস্টাইনি পালিয়ে গিয়েছেন। তাঁদের বড় অংশই জড়ো হয়েছেন মিশর সীমান্তবর্তী এলাকায়। গত বছর ৭ অক্টোবর থেকে উত্তর এবং মধ্য গাজায় ইজরায়েলি হামলার জেরে ঘরছাড়া ১০ লক্ষেরও বেশি সাধারণ প্যালেস্টাইনি নাগরিক আশ্রয় নিয়েছিলেন রাফার বিভিন্ন শরণার্থী শিবির।

ইজরায়েলি সেনা রাফা দখলের অভিযান শুরু করলে বহু সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিন্তু তা অগ্রাহ্য করেই সেনা অভিযানের নির্দেশ দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত ৬ মে থেকে গাজ়া ভূখণ্ডের দক্ষিণে রাফায় প্যালেস্টাইনি শরণার্থীদের শেষ ঠিকানায় স্থলপথে হামলা শুরু করে ইজরায়েলি সেনা। তার প্রতিবাদে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ মুলতুবি রাখার কথা ঘোষণা করেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]