নগরীতে বিএসএফ এর পোষাক, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইায়াবাসহ মাদক কারবারী গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী , আপডেট করা হয়েছে : 13-05-2024

নগরীতে বিএসএফ এর পোষাক, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইায়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বিএসএফ এর পোষাক ও ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রেন্টু (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১৩ মে) রাত আড়াইটায় মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রেন্টু রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি গ্রামের মোঃ বুলতাজ শেখের ছেলে।

এসময় তার কাছ হতে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২৩,৫০০ টাকা, ১১৫ পিচ ইয়াবা, ১ সেট বিএসএফ এর পোষাক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘি গ্রামের মোঃ রেন্টুর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য আছে। এমন সংবাদ ভিত্তিতে সোমবার রাত আড়াইটায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ী তল্লাশী করে মোঃ রেন্টুর শয়ন কক্ষের ভেতর একটি কাঠের আলমারির পিছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মোঃ রেন্টু এলাকার একজন কুখ্যাত মাদক কারবারী। সে তার বালুর ব্যবসার পাশা-পাশি দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসা করে আসছে। ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে বিএসএফএর পোষাক ব্যবহার করে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। সে বিএসএফ এর পোষাক পরিহিত অবস্থায় থাকত তখন বিএসএফ সদস্যগন ও এবং বিজিবি সদস্যরাও বুঝতে পারতো না যে এটা চোরাচালানকারী। এভাবে সে দীর্ঘদিন যাবত বিএসএফ এবং বিজিবি এর চোখ ফাকি দিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান করে আসছিল। 

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]