সুরা ইনফিতারে শেষ বিচারের বর্ণনা


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-05-2024

সুরা ইনফিতারে শেষ বিচারের বর্ণনা

সুরা ইনফিতার‌ কোরআনের ৮২তম সূরা, এর আয়াত সংখ্যা ১৯টি। সুরা ইনফিতার‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। সুরা ইনফিতারের আলোচ্য বিষয় কেয়ামত, আখেরাতের হিসাব-নিকাশ, বিশ্বাসীদের প্রতিদান, অবিশ্বাসীদের শাস্তি ইত্যাদি। হাদিসে এসেছে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি কেয়ামত চোখের সামনে দেখতে চায়, সে যেন সুরা ইনফিতার, সুরা তাকভীর ও সুরা ইনশিকাক পড়ে। (সুনানে তিরমিজি) আরেকটি হাদিসে এসেছে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবি মুআজকে (রা.) নামাজে অন্য কিছু সুরার সাথে সুরা ইনফিতার পড়ার নির্দেশ দিয়ে বলেছেন এ সুরাগুলোতে কেয়ামতের দৃশ্যাবলি, ভালো ও মন্দ আমলের প্রতিদান ও শাস্তির আলোচনা এসেছে এবং আল্লাহর অকৃতজ্ঞতার জন্য মানুষকে ভর্ৎসনা করা হয়েছে। (আত-তাফসিরুল মুনির)

সুরা ইনফিতারের ১৩-১৯ আয়াতে আল্লাহ তাআলা বলেন,

(১৩)

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

ইন্নাল আবরারা লাফী নাঈম।

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

(১৪)

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

ওয়া ইন্নাল ফুজ্জারা লাফী জাহীম।

এবং দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে;

(১৫)

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

ইয়াসলাওনাহা ইয়াওমাদ্দীন।

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

(১৬)

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

ওয়ামা হুম আনহা বিগাইবীন।

তারা সেখান থেকে পৃথক হবে না।

(১৭)

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

ওয়ামাআদরা-কা মা-ইয়াওমুদ্দীন।

আপনি জানেন বিচার দিবস কী?

(১৮)

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

সুম্মা মা আদরাকা মা ইয়াওমুদ্দীন।

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

(১৯)

يَوْمَ لا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئاً وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফছিন শাইআওঁ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহি।

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর।

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই:

১. কেয়ামত ও হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে মানুষ দুদলে ভাগ হয়ে যাবে। কাফের ও পাপাচারীরা চিরকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, মুমিন ও নেক আমলকারীরা জান্নাতের অনন্ত সুখময় জীবনে প্রবেশ করবে।

২. ইয়াওমুদ-দীন বা বিচার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেদিন প্রত্যেকের হিসাব নিকাশ হবে এবং চিরকালীন গন্তব্য নির্ধারিত হবে।

৩. শেষ বিচারের দিন কোনো বন্ধুত্ব, আত্মীয়তা, সম্পর্ক বা সুপারিশ কাজে আসবে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। জালিমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আশ্রয় খুঁজে পাবে না। সব কিছু আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]