রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি’র পাসের হার ৮৯.২৬


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-05-2024

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি’র পাসের হার ৮৯.২৬

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন।

চলতি বছর অংশ নেওয়া ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯। এ বছর পাসের হার বেড়ে হয়েছে ৮৯ দশমিক ২৬। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ হাজার ৮৭৭ জন জন।

অর্থাৎ এ বছর জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ১৯৭টি। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র ও ১৫ হাজার ৪৯৫ জন ছাত্রী।

এছাড়াও বোর্ডে ছাত্রের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রীর পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারেও এগিয়ে রয়েছে ছাত্রীরা।

তিনি আরও বলেন, এবছর বোর্ডের ৮ জেলায় ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুলের শিক্ষার্থী। তবে বোর্ডের দুইটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে তারতম্য হয়েছে। তবে এ বছর পাসের হার ও জিপিএ-৫ সবই বৃদ্ধি পেয়েছে। আর সবক্ষেত্রেই এগিয়ে আছে মেয়েরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]