কলেজ কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে গেজেট জারি


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 10-05-2024

কলেজ কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে গেজেট জারি

দেশের বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ নির্ধারণ করে গেজেট জারি করা হয়েছে। এছাড়া একইসঙ্গে এক ব্যক্তি পরপর দু‘বারের বেশি সভাপতি হতে পারবেন না গেজেটে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে 'ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ জারি করা হয়। 

প্রসঙ্গত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর সভাপতি ও সদস্যদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা ছিলো না। ফলে দেশের অনেক স্থানে স্বশিক্ষিত অনেকেও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এখন নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলো শিক্ষা মন্ত্রণালয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]