বার্সেলোনায় 'অসুখী' ব্রাজিলিয়ান বিস্ময়-বালক


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-05-2024

বার্সেলোনায় 'অসুখী' ব্রাজিলিয়ান বিস্ময়-বালক

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে এরচেয়েও বড় প্রস্তাব এসেছিল ব্রাজিলের বিষ্ময় বালক ভিতর রোকির জন্য। কিন্ত্ত তার ভালোবাসা ছিল ব্লু-গ্রানাদের হয়ে। এসেছেন বার্সায়। কাতালুনিয়ার ক্লাবে ভবিষ্যত তারকার খেতাবও তাকে দেয়া হয়েছিল। বার্সেলোনায় যুগে যুগে অনেক ব্রাজিলিয়ানই কিংবদন্তি হয়ে গিয়েছেন।

রোনালদো নাজারিও, রোনালদিনহো, রোমারিও, রিভালদো, নেইমাররা ক্যাম্প নু্যতে ছিলেন নায়ক হয়ে।

ভিতর রোকির বার্সায় আগমনও তাই ছিল স্বপ্নের মতোই। কিন্ত্ত বার্সায় আসার পর পাঁচ মাস পরেই যেন স্বপ্নভঙ্গ হলো এঈ ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকারের। ১৯ বছর বয়েসী এই তারকা কাতালুনিয়ান শিবিরে নিজেকে মানিয়ে নিতেই খাবি খাচ্ছেন। বার্সা এবং কোচ জাভি হার্নান্দেজের আচরণ নাকি মানতে পারছেন না। আর এই অভিযোগ এসেছে তারই এজেন্ট আন্দ্রে কারির কাছ থেকে।

গুঞ্জন উঠেছিল, রোকিকে আগামী মৌসুমের জন্য ধারে অন্য ক্লাবে পাঠাবে বার্সেলোনা। তাতে যদি অন্তন মাঠে খেলার সময় পান তিনি। একইসঙ্গে ১৯ বছরের এই তরুণের অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে। যদিও তার এজেন্টের বক্তব্য, 'ধারে নয়, বার্সা ছাড়লে পাকাপাকিভাবেই ছাড়বেন তিনি।

কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রকির বর্তমান অবস্থা তুলে ধরেছেন তার এজেন্ট আন্দ্রে কারি, 'সবাই মনে করছে মাঠে ভিতর রোকির আরও বেশি সময় পাওয়া উচিত। কিন্ত্ত কেউ বুঝতে পারছে না কেন কোচ তাকে সময় দিচ্ছে না। জাভি কখনোই তার সঙ্গে কথা বলেনি। আমি এই পরিস্থিতি বুঝতে পারছি না এবং আমার মনে হয় না এটা কারও জন্য ভালো ব্যাপার। আমি তাকে বলেছি আরও বেশি পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।'

আন্দ্রে কারি অবশ্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন রোকির জন্য, 'এই ছেলেটির সঙ্গে বার্সার চুক্তি আছে। অন্য জায়গা থেকে দ্বিগুণ টাকার প্রস্তাব থাকার পরও বার্সাকে বেছে নেওয়ার অর্থ সেখানে খেলতে চাওয়া। আমি নিশ্চিত, ভিতর একজন অসাধারণ খেলোয়াড় হবে। তবে বার্সা যদি তাকে না খেলায়, তবে আমাদের অন্য ব্যবস্থা দেখতে হবে। ভেতরে কী হচ্ছে আমি জানি না।'

এরপরেই ধারে অন্য ক্লাবে যাওয়ার বিষয়টি উড়িয়ে দেন রোকিত এজেন্ট, 'আসছে গ্রীষ্মে ধারে? নাহ, একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটি বিপজ্জনক। এমনটা হলে সেটা স্থায়ীভাবে হতে হবে। সবচেয়ে ভালো হলো তাঁর বার্সায় থাকা এবং খেলা। কিন্ত্ত সে যদি থাকতে না পারে, তবে স্থায়ীভাবে ক্লাব ছাড়ার উদ্যোগ নিতে হবে।'

চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রকি। এই ১৩ ম্যাচে সব মিলিয়ে ৩১০ মিনিট মাঠে থেকে তিনি গোল করেছেন ২টি। তবে দলে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে রবার্ট লেভানডফস্কির মতো তারকার বিপক্ষে।

কোচ জাভিই কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, 'সে লেভানডফস্কির সঙ্গে লড়ছে। স্কোয়াডে থাকা সব ফরোয়ার্ডের সঙ্গে তার লড়াই চলছে। তাই এটা সহজ নয়।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]