রামেবিতে ‘ইনোভেশন শোকেসিং বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 07-05-2024

রামেবিতে ‘ইনোভেশন শোকেসিং বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা উন্নয়ন ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রামেবির ইনোভেশন কমিটির আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কাযার্লয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনোভেশন কমিটির  সভাপতি ও রেজিস্ট্রার (অ.দা) ডা. মো. জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্ভাবনী পরিকল্পনা খুবই জরুরি।এই প্রদর্শনীর মাধ্যমে প্রাপ্ত প্রশাসনিক কার্যক্রমগুলো বাস্তবায়নের মাধ্যমে রামেবির প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল এবং কর্ম পরিবেশ আরো উন্নত হবে। কর্মশালা উপস্থাপনা করেন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা উন্নয়ন বিষয়ক ফোকাল পয়েন্ট মো.নাজমুল হোসাইন। কর্মশালায় রামেবির প্রশাসন বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, কলেজ পরিদর্শণ দপ্তর, অর্থ ও হিসাব বিভাগ, ডিন দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগসহ  মোট ৬টি দপ্তর অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারী দপ্তরগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে নিজ নিজ দপ্তরের উদ্ভাবিত নতুন নতুন কর্মপন্থা প্রদর্শন করে। উদ্ভাবন প্রদর্শন শেষে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী দপ্তরের সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন।

এসময় রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মোকলেসুর রহমান, রামেবির উপ- কলেজ পরিদর্শক ডা. জোহা মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার(চ.দা.) মো. রাশেদুল ইসলাম, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার মাসুম খান, শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন,শাকিল আহমেদ, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, ব্যক্তিগত কর্মকর্তা(পিও) নূর-রায়হান, জাহিদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ আহসান, রাফিজা তাবাস্সুম, কবির  আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সিমা আক্তার, আসাদুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]