পানি সংকটে মারা যাচ্ছে রুয়েটে সৌন্দর্য বর্ধনের ফুলগাছ, অভিযোগ পথচারীদের


নিজস্ব প্রতিবিদক: , আপডেট করা হয়েছে : 07-05-2024

পানি সংকটে মারা যাচ্ছে রুয়েটে সৌন্দর্য বর্ধনের ফুলগাছ, অভিযোগ পথচারীদের

পানি সংকটে মারা যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাস্তার পাশ দিয়ে লাগানো বিভিন্ন প্রজাতির ফুলগাছ ও পাতাবাহারের গাছ।

এ নিয়ে রুয়েটের আশপাশের এলাকা থেকে ভোরে রুয়েট অভ্যন্তরে হাঁটতে যাওয়া পথচারীরা আফসোস করছেন। রুয়েটে হাঁটতে যাওয়া পথচারী এ্যাড. এরশাদ আলী ঈশা জানান পানি সংকটে সৌন্দর্য বর্ধনে গাছগুলি মারা যাচ্ছে, দেখে মনে বড় কষ্ট লাগছে। প্রতিদিন নিয়মিত গাছগুলিতে পানি দেওয়া হলে গাছগুলি শুকিয়ে মারা যেতনা বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ঠ কতৃর্পক্ষের তিনি হস্তক্ষেপ দাবী করেন। 

নগরীর কাজলা এলাকার বাসিন্দা পথচারী আশরাফুল ইসলাম রাহিদ বলেন, বিগত দিনে সাবেক ভিসি পুরো রুয়েটের আনাচে কানাচে গাছ লাগিয়েছেন এবং নিজে ঘুরে ঘুরে তা পরিদর্শন করতেন। ফলে রুয়েটের অভ্যন্তরে সকল গাছগুলি জংগলমুক্ত তরতাজা দেখা যেত। 

নাম প্রকাশ না করার শর্তে রুয়েটের এম.এল.এস.এস এক কর্মচারী জানান, রুয়েটের গাছপালা দেখাশুনা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন সিকিউরিটি অফিসার মোঃ জালাল উদ্দীন। তিনি মুলত কর্মচারীদের দিয়ে গাছ পরিচর্যা ও জংগল পরিষ্কার করে পানি দেওয়ার ব্যবস্থা করে থাকেন। তবে প্রত্যেকদিন গাছে পানি দেওয়া হয় এমনটি আমি দেখি নাই। 

আনসার বাহিনীর সদস্য আমিনুল জানান, আমরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছি তবে প্রত্যেকদিন গাছে পানি দেওয়া হয় এমনটি আমি দেখিনি। জানতে চাইলে সিকিউরিটি অফিসার জালাল বলেন, জনবল সংকটের কারনে প্রতিদিন পানি দেওয়া সম্ভব হয় না। তবে মাঝে মধ্যে পানি দেওয়া হয়। ভোরে হাঁটতে যাওয়া পথচারীদের অভিযোগের বিষয়টি তাকে জানালে তিনি বলেন, তীব্র তাপদাহের কারনে সৌন্দর্যবর্ধনের বিভিন্ন প্রজাতীর গাছ শুকিয়ে গেছে। তবে বৃষ্টি হলে এই গাছগুলিতে আবার সবুজ পাতা দেখা যাবে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]