লিচু উঠতে শুরু করেছে রাজশাহীর বাজারে


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 07-05-2024

লিচু উঠতে শুরু করেছে রাজশাহীর বাজারে

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে এবার ৫৩০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৮০০ মেট্রিক টন। তবে বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় রয়েছে।

সরেজমিন দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, বিনোদপুর বাজার, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামে কিনছেন অনেকেই।

মঙ্গলবার (৭ মে) রাজশাহীর সাহেব বাজারে লিচু নিয়ে এসেছেন হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘পবা উপজেলার ভুগরইল এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। প্রথম দিনে ১০০ লিচুর দাম ধরা হয়েছে ৩০০ টাকা।’

তিনি আরও বলেন, ‘আজ ৫০০ লিচু নিয়ে এসেছি। বাজারে নতুন ফল দেখে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। কয়েক ঘণ্টায় ৩০০ বিক্রি হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই সব লিচু শেষ হয়ে যাবে।’

সাহেব বাজারে লিচু কিনতে এসেছেন মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আজ বাজারে প্রথম লিচু এসেছে। দেখে বেশ ভালো লাগছে। দাম বেশি হলেও অল্প পরিমাণে কিনেছি। স্বাদও ভালো।’

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশি জাতের কিছু লিচু অগ্রীম পেকে যায়। এগুলো খেতে কোনো সমস্যা নেই। এগুলো মিষ্টিও হয়। তবে মূল লিচু আসতে এখনো অনেক সময় লাগবে। সাধারণত এসব লিচু পেতে আমাদের মে মাসের শেষ দিকে বা জুনের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]