চা চাষে রেকর্ড উৎপাদন বাংলাদেশের


Rajshahir Somoy Desk , আপডেট করা হয়েছে : 20-01-2022

চা চাষে রেকর্ড উৎপাদন বাংলাদেশের

অনলাইন ডেস্ক১৬৮ বছরের চা চাষের ইতিহাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন করলো বাংলাদেশ। গেলো বছর দেশের চা বাগানগুলোতে চা উৎপাদন হয়েছে ইতিহাসের সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি।

বুধবার বাংলাদেশ চা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২০২১ সালের বাংলাদেশের ছোট-বড় সকল চা বাগান থেকে রেকর্ড পরিমাণ চা উৎপাদনের খবর।

এর আগে ২০১৯ সালেও চা উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছিলো দেশ। সেবার উৎপাদন হয়েছিলো ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা। ২০২০ সালে করোনা মহামারির ভেতর উৎপাদন কিছুটা কমে গেলেও এবার চা উৎপাদনের মাত্রা ছাড়িয়ে গেছে পূর্ববর্তী ২০১৯ সালের রেকর্ডকে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে চা উৎপাদনের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ কেজি চা উৎপাদন হয়েছিলো বলে জানিয়েছিলো চা বোর্ড।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামকে উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, কোভিড পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব চা বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের নিয়মিত মনিটরিং ও পরামর্শ প্রদান, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা শ্রমিকদের মজুরি, রেশন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ফলে ২০২১ সালে দেশের চা উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে চা চাষীদের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে’র মাধ্যমে চা আবাদ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে শুধু সমতলের চা বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকে ২০২১ সালে আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি চা উৎপাদন সম্ভব হয়েছে। গেলো বছর এই সকল চা বগান থেকেই উৎপাদিত হয়েছে ১ কোটি ৪৫ লাখ কেজি চা।

রেকর্ড অনুযায়ী ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ২০১৬ সালে সর্বোচ্চ ৮ কোটি কেজি চা উৎপাদন ছিল সর্বোচ্চ, যা ছাপিয়ে ২০১৯ সালে উৎপাদন হয় ৯ কোটি ৬০ লাখ কেজি। এবার ছাড়িয়ে গেলো সেই রেকর্ডও।

এদিকে গত বছর চা বোর্ডের লক্ষ্য ছিলো দেশের চা উৎপাদন ১০ কোটি কেজিতে নিয়ে যাওয়া। সেটি সম্ভব না হলেও বছর পেরিয়ে দেশের ১৬৭ টি চা বাগান থেকে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়। লক্ষ্যমাত্রাকে অতিক্রম করতে যা ছিলো একেবারেই কাছাকাছি।

বাংলাদেশের এই ১৬৭টি চা বাগানের মধ্যে ১৩৬টিই চা চাষের বৃহত্তর সিলেট অঞ্চলে। সর্বোচ্চ এক জেলায় মৌলভীবাজারে ৯১টি, হবিগঞ্জে ২৫টি এবং সিলেটে রয়েছে ১৯টি চা বাগান। সিলেট অঞ্চল ব্যতীত চট্টগ্রামে ২১টি এবং রাঙামাটিতে আছে ২টি চা বাগান। অন্যদিকে উত্তরাঞ্চলের সমতল ভূমিতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ৮টি আর ঠাকুরগাঁওয়ে ১ টি চা বাগান রয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]