রাজশাহীর বাগমারায় চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৪জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার আসামীরা হলো: দিপেন রায় (৩৮), সে রাজশাহীর বাগমারা থানার মহব্বতপুর গ্রামের শান্ত রায়ের ছেলে, একই গ্রামের কড়ি রায় (৫৫), সে মৃত রংলাল রায়ের ছেলে, সাগর কুমার (২৪), মৃত অমর কুমারের ছেলে ও জ্যোতি রায় (৪৮), সে মৃত বাবুল রায়ের ছেলে।
র্যাব জানায়, ২৪ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টায় রাজশাহীর বাগমারা থানাধীন মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০৬ লিটার চোলাই মদ-সহ ৪জনকে গ্রেফতার করা হয়। এ সময় মদ তৈরীর সারঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতার আসামীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।