মেয়েদের ডানা কাটার চেষ্টা করবেন না, হিজাব ইস্যুতে বিশ্বসুন্দরী হারনাজ


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 30-03-2022

মেয়েদের ডানা কাটার চেষ্টা করবেন না, হিজাব ইস্যুতে বিশ্বসুন্দরী হারনাজ

এবার হিজাব ইস্যু নিয়ে কথা বলতে শোনা গেল মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধুকে। কয়েকদিন আগেই দেশে ফেরেন হারনাজ। আর এসেই যেন বোমা ফাটালেন।

এক সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরেও তাঁকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, ‘দেখুন সবসময় আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে।’ তারপরেই হিজাব নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়।

হারনাজ বলেন, ‘আপনারা মেয়েদের ওঁদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। প্রয়োজনে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তাঁর ইচ্ছে। কোনও মহিলাকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তাঁর উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা। নানা ধর্মের মহিলারা আছে, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।’

এর আগে কর্ণাটক আদলতের রায়ে বলা ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’ এ নিয়ে হৈচৈ হয়। সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়েও সরব হয় একটা বড় অংশ। এমনকী, নোবেল জয়ী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সঙ্গে ভারতীয় নেতাদেরও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা যেন এভাবে মুসলিম মহিলাদের কোনঠাসা করার চেষ্টা না করেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয়।

রাজশাহীর সময় / এম জি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]