কোহলি-বাবরকে টপকে নতুন রেকর্ড রিজওয়ানের


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-04-2024

কোহলি-বাবরকে টপকে নতুন রেকর্ড রিজওয়ানের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট দারুণ একটি কীর্তি গড়লেন পাকিস্তানের টপঅর্ডার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৩ হাজারি ক্লাবে যোগ দিতে রিজওয়ানকে খেলতে হয়েছে ৭৯ ইনিংস।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড করেছিলেন পাকিস্তানের আরেক ব্যাটার বাবর আজম ও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এই দুই ব্যাটার ৮১ ইনিংস খেলে যৌথভাবে এতদিন দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি দখল করে রেখেছিলেন।

গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলে দলকে মাঠ ছাড়েন রিজওয়ান। এতেই তিনি বাবর ও কোহলিকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন রিজওয়ান। তার আগে একমাত্র বাবরই কেবল সবুজ জার্সি গায়ে ৩ হাজার রান করেছিলেন।

রিজওয়ানের ৩৪ বলে ৪৫ রানের ইনিংসের উপর ভর করে গতকাল নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। তার আগে শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ আমিরের দারুণ বোলিংয়ে মাত্র ৯০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]