লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


লালপুর(নাটোর)প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 18-04-2024

লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুরে ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রনাদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য উপকরন বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি নাছিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।  

উল্লেখ্যঃ ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রনাদনা কর্মসূচির আওতায় ৮০ জন প্রান্তিক কৃষককে পেঁয়াজ ও ৭০০ জনকে ধানের বীজসহ অন্যান্য উপকরণ বিন্যামূলে  প্রদান করা হয়েছে ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]