গত কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত আফগানিস্তান। রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, তিনদিনে ৩৩ জনের মৃতু্য হয়েছে। বেশির ভাগ মৃতু্যই বাডি় ধসে। ২৭ জন আহত। আফগানিস্তানের বিপর্যয় সংক্রান্ত দফতরের মুখপাত্র আবদুল্লা জানান সইক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশে রবিবার জল ঢুকেছে।
৬০০টি বাডি়র মধ্যে কিছু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, কিছু আংশিক ক্ষতির মুখে পডে়ছে।একদিকে মানবজীবন যেমন বিপর্যস্ত, গৃহপালিত পশুদের অবস্থাও একই। প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লা। প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি, ৮৫ কিলোমিটারের বেশ রাস্তাও ক্ষতির মুখে পডে়ছে।এই মুহূর্তে সবথেকে বেশি বিপর্যস্ত ওয়েস্টার্ন ফারাহ, হেরাট, কান্দাহার, জাবুল প্রদেশ।
যদিও এই প্রথমবার নয়। এর আগেও বন্যা, হড়পা বানে ভেসে গিয়েছে তালিবানের এই দেশ। বিশেষজ্ঞজদের মতে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই বারবার এমন দুর্যোগের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে এ দেশে প্রায়শই এমন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ-অশান্তিতে এতটাই বিধ্বস্ত, প্রকৃতির মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবনাচিন্তা, সতর্ক হওয়ার সময় সুযোগই পায় না।