রাজশাহী নগরীতে ৩০০লিটার চোলাইমদ-সহ মোঃ হামিদুল মন্ডল রাব্বী (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ৯টায় নগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই মোঃ শারিফুর রায়হান ও সঙ্গীয় ফোর্স ।
গ্রেফতার মাদক কারবারী মোঃ হামিদুল মন্ডল রাব্বী (২৭), সে মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মোঃ ইউনুছ মন্ডলের ছেলে।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
জিজ্ঞাসাবাদে মাদক কারবারী রাব্বী জানায়, সে পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়া তপনের কাছ থেকে চোলাইমদ ক্রয় করছিলো। তারা দীর্ঘদিন যাবৎ চোলাইমদের ব্যবসা করে আসছে। পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়ার বিরুদ্ধে শাহমখদুম থানায় ৬টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যপারে গ্রেফতার রাব্বি ও পলাতক আসামি তপনের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে গ্রেফতারকৃত মাদক কারবারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।