অবশেষে শিখর পাহাড়ির প্রতি প্রেম স্বীকার করে নিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কোনও লুকোছাপা না রেখেই প্রেমিকের নাম 'শিখু' লেখা লকেটেই সেজে উঠলেন অভিনেত্রী। আর সেই লকেট পরেই অজয় দেবগনের 'ময়দান' ছবির প্রিমিয়ারে হাজির জাহ্নবী।
সম্প্রতি ভাইরাল হয়েছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের একটি ভিডিও।
যেখানে দেখা গিয়েছিল, বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে তিরুপতির বালাজি মন্দির দর্শন করছেন। এই ভিডিওতে একেবারেই সাবেকি পোশাকে দেখা গিয়েছে জাহ্নবীকে। দক্ষিণী স্টাইলে পোশাক পরেছিলেন শিখরও। এই ভিডিও দেখেই বলিউডে জোর গুঞ্জন। তাহলে কী বিয়ের তোড়জোড় করতেই বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এই জুটি।