আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতালের স্থাপত্য নকশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 03-04-2024

আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতালের স্থাপত্য নকশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে স্থাপত্য নকশা এবং দ্রুত সময়ে বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়রকে এসবিএফ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, রাজশাহীতে আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর রাজশাহী সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী  রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ডের হেতেমখা নগর স্বাস্থ্য কেন্দ্র ব্যবহারের জন্য অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনকে প্রদান করবে রাসিক। প্রথম পর্যায়ে সেখানে স্বল্পমূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে। পরবর্তীতে সেখানে অত্যাধুনিক বহুল ভবন নির্মাণ, কিডনি ট্রান্সপ্লান্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা হবে। উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এর পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন সোনার বাংলা ফাউন্ডেশনের হেড অফ অপারেশনস্ আল-ইমরান সরকার, পরিচালক (উন্নয়ন) আবদুল্লাহ আল-মামুন, পরিচালক (অর্থ) আলিমুর রহমান, এসবিএফ পরিচালিত ইমদাদ-সিতারা খান কিডনী ডায়ালাইসিস সেন্টার, রাজশাহী এর প্রধান নেপ্রোলজিস্ট অধ্যাপক ডাঃ এ কে এম মোনায়ারুল ইসলাম; পরিচালনা পর্ষদের পরিচালক জাহাঙ্গীর আলম, রাজশাহী শাখার উপ-পরিচালক আব্দুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৫নং ওয়ার্ড কাইুন্সলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪নং কাউন্সিলর আরমান আলী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন্নেছা পুতুল, সুলতানা আহমেদ সাগরিকা, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]