মোবাইলে নারীর সাথে পরিচয় প্রেম; মতিহারে ডেকে মোবাইল ও টাকা ছিনতাই!


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 30-03-2024

মোবাইলে নারীর সাথে পরিচয় প্রেম; মতিহারে ডেকে মোবাইল ও টাকা ছিনতাই!

এক মাস পূর্বে মোবাইল ফোনে অজ্ঞাত এক যুবতীর সাথে পরিচয় হয় মোঃ শহিদ (৩৫) নামের এক ব্যক্তির সাথে। প্রতিদিনই তারা ফোনে গল্প করে।

শনিবার (৩০ মার্চ) সকালে অজ্ঞাত ওই যুবতী মোঃ শহিদকে মুঠো ফোনে ফোন দিয়ে বলে, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু টাকা দিয়ে সহযোগীতা করেন। তার কথায় মায়া হয় শহিদের। সে সরল বিশ্বাসে অজ্ঞাত পরিচয়ের বান্ধবীর দেয়া ঠিকানায় শনিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় এসে পৌঁছায়। এ সময় অপেক্ষায় থাকা ওই নারী তাকে ফুসলিয়ে কাজলা এলাকায় তার ভাড়াকরা বাড়িতে (জনৈক সামশুলের বাড়ীর ভাড়াটিয়া) নিয়ে যায়। এ সময় ওই নারী ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ওই ঘরে আগে থেকেই রবিন নামের এক ব্যক্তি ছিলো। তারা দু’জনে মিলে ভুক্তভোগী শহিদের ব্যবহৃত ২৫’শত টাকা মূল্যের বাটুম ফোন ও তার পকেটে থাকা নগদ ৫২’শত টাকা কেড়ে নেয়। 

ভুক্তভোগী মোঃ শহিদ, তিনি রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। সে পেশায় একজন ভুটভুটি চালক।

তিনি জানায়, শনিবার ভোর ৬টায় দূর্গাপুর থেকে পুঠিয়া থানার বানেশ্বর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসি। এদিন সকালে মোবাইলে অজ্ঞাত পরিচয়ের বান্ধবী  ফোনে বলে খাবার নাই, কিছু টাকার জন্য কান্নাকাটি করে । তার কথা শুনে মায়া লাগে। তাই রাজশাহী মহানগরীর কাজলায় আসি তাকে কিছু টাকা দিতে। কিন্তু সে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে ব্ল্যাক মেইল করবে তা ভাবতে পারিনি। পরে আমি আমার একজন পরিচিত সাংবাদিক রুমেল ভাইকে বিষয়টি খুলে বলি। রুমেল ভাই আমাকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে গেলে তারা আমাকে ও রুমেল ভাইকে ব্যপক গালিগালাজ করে। বলে, মোবাইল ও টাকা দিব না। যা পারিস করে নিস। পরে সন্ধায় মতিহার থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ পেয়ে রাত সাড়ে ৯টায় ে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ওই নারীর সহযোগী মোঃ রবিন (২৮) নামের একজনকে আটক করে মতিহার থানায় নিয়ে আসে। সে ওই এলাকার সিরাজুলের ছেলে।

জানতে চাইলে মতিহার থানার অফিসকার ইনচার্জ (ওসি), শেখ মোঃ মোবারক পারভেজ জানান, শহিদ নামের এক ব্যক্তিকে মুঠো ফোনে ডেকে জারপূর্বক ৫,২০০/- টাকা এবং ২,৫০০/- টাকা মূল্যের স্যামসাং ব্র্যান্ডের বাটন মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় রবিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার ব্ল্যাকমেইল কাজের সহযোগী নারী পলাতক আছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতী চলছে বলেও জানান ওসি। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]