বৃষ্টি
- নাজিয়া নুসরাত
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি শব্দ ঝুমুর ঝুমুর
বৃষ্টি মধুর চন্দ।
মুছে যাক যত বেদনা কন্দন।
পুষ্প পঞ্জিকা জাগি মুগ্ধ
প্রকৃতী পাক প্রাণের গন্ধ।
বৃষ্টির ছোয়ায় সৌন্দর্য্য ধরা আকৃষ্ট
বৃষ্টির মাশে ভরে উঠে নদী নালা বিল
উদ্ভিদ প্রানীর মাঝে
বেজে ওঠে আনন্দের মিছিল।
বৃষ্টির জোয়ারে ভরে গেছে মাঠের ধান
কৃষকের মুখে খুশির বান।
বৃষ্টির প্রকৃতি সবুজের প্রাণ
আকৃষ্ট প্রকৃতির বন
আহ্ বৃষ্টি চির অম্লান
খোদার সেবা দান ॥