রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকায় গাঁজা-সহ ৭জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রঞ্জু (৪০), সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তর পাড়া এলাকার মোঃ রাজুর ছেলে, মোঃ নয়ন আলী (৩২), সে একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার আকবর আলীর ছেলে, মোঃ আরমান (৩০), সে ছোটবনগ্রাম এলাকার মোঃ সিরাজ আলীর ছেলে, মোঃ রজব আলী (২৯), সে একই এলাকার মোঃ আজগর আলীর ছেলে, মোঃ তমাল হোসেন (৩১),সে ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে, মোঃ বিপুল হোসেন (৩৬), সে চকপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে ও মোঃ আলাউদ্দিন মিয়া (৫৫), সে ছোটবনগ্রাম এলাকার মোঃ তারা মিয়ার ছেলে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় হযরত মাদার শাহ (রহ.) আলায়হের মাজারের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭জন ব্যক্তিকে দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলেই তাদের গাঁজা-সহ আটক করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।