ঈদে পছন্দের শীর্ষে সিল্কের শাড়ি-পাঞ্জাবি


মঈন উদ্দিন: , আপডেট করা হয়েছে : 30-03-2024

ঈদে পছন্দের শীর্ষে সিল্কের শাড়ি-পাঞ্জাবি

দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। অন্যান্য বড় উৎসবের ন্যায় এই ঈদকে ঘিরেও জমে উঠেছে সিল্ক কাপড়ের বাজার। নগরীর বিসিক এলাকার শো-রুমগুলোতে বেড়েছে ক্রেতাসমাগম। রাজশাহীর বাহিরেও বিভিন্ন জেলা থেকে ক্রেতা এসেছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য পছন্দের পোষাক কিনতে। প্রতি বছরের ন্যায় এ বছরও রেশমের তৈরি পোশাকে এসেছে বৈচিত্র্য ও নতুনত্বের ছোঁয়া। নজরকাড়া বাহারি ডিজাইনের রেশমি পোশাক কিনতে সিল্কের শো-রুমগুলোর দিকে এখন সবার নজর। 

বরাবরের মতো এবারের ঈদেও ক্রেতাদের পছন্দের শীর্ষে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি ও পাঞ্জাবিসহ বিভিন্ন পোষাক। চাহিদার যোগান দিতে ব্যস্ত রাজশাহীর রেশমপাড়ার শ্রমিকরা। কাপড় ও ডিজাইনের মান উন্নয়নে কাজ করছে রেশম বোর্ডও। 

সিল্ক মানেই ঐতিহ্য। বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে পছন্দের শীর্ষে সিল্কপণ্য। ঈদের জন্য সিল্কের কাপড়ের ওপরে অ্যামব্রয়ডারি ও হাতের কাজের শাড়ি ও পাঞ্জাবি এসে গেছে শোরুমগুলোতে। দাম নিয়েও ক্রেতাদের মনে নেই অসন্তোষ।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ছুটির দিন হওয়ায় নগরীর বিসিক এলাকার শো-রুমগুলোতে ক্রেতা সমাগমও ছিল যথেষ্ট। এমনকি সুযোগ বুঝে অন্য বিভাগ থেকেও এসেছেন ক্রেতারা। ক্রেতা উপস্থিতি ভালো হওয়ায় ফুরফুরে মেজাজে বেচাবিক্রি করছেন দোকানীরা। নগরীর সপুরা সিল্কে কথা হয় এনজিও কর্মকর্তা পারভীন নেছার সাথে। বগুড়া থেকে আসা এই ক্রেতা বলেন, এর আগেও অনেক বার রাজশাহী থেকে সিল্কের কাপড় নিয়ে গেছি। বিশেষ করে বড় উৎসবগুলোতে কাপড় কেনার প্রথম তালিকায় রাজশাহীর সিল্কই থাকে। কোয়ালাটি ভালো ও খাঁটি সিল্ক হওয়ায় এবারও আসা। 

তিনি আরও বলেন, রাজশাহীতে সব রকমের দামের মধ্যেই সিল্ক পাওয়া যায়। অল্প দামের মধ্যেই আত্মীয় স্বজনদের পছন্দের পোষাক উপহার দেওয়া যায়। এবছরও মসলিন, বাটিক ও সফট সিল্কের মধ্যে শাড়ি, থ্রী-পিচ ও পাঞ্জাবি কিনেছি। 

ক্রেতারা জানান, “দেশের ঐতিহ্য, এটাকে ধরে রাখার সর্বপরি সবারই আগ্রহ থাকা দরকার। বিদেশি পণ্যের চেয়ে দেশের সিল্কের মান অনেক উন্নত, অনেক সুন্দর।”

নগরীর সপুরা সিল্কের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ঈদকে ঘিরে সুঁই-সুতাকাতান, মসলিন, স্টিজ, কটিসিল্ক, জয়শ্রি, সিল্ক কাতান, ওয়াটার কাতান, জামদানি কাতান, বরকাতান, ধুপিয়ানা, ঝর্নাকাতান শাড়ি, থ্রি-পিস, ওরনা, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও স্কার্ফ পাওয়া যাচ্ছে। এছাড়াও বলাকা সিল্কের শাড়ি, পাঞ্জাবী, শার্ট, স্কার্ফ ও ওড়নার বিভিন্ন ডিজাইনের সরবরাহ আছে। 

দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবার তিন হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত শাড়ি বানিয়েছি আমরা। আমাদের এখানে ৪৫০০-২৫০০০ টাকার মধ্যে পাঞ্জাবি, ২৫০০-৪০০০ টাকার মধ্যে শার্ট, ৬৫০-৪০ হাজার টাকার মধ্যে থ্রি-পিস পাওয়া যাবে। এছাড়াও ওড়না-স্কাপসহ সিল্কের সবকিছুই রয়েছে।

ক্রেতা উপস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ১৫ রোজার পর থেকেই ক্রেতার উপস্থিতি অনেক ভালো রয়েছে। আশা করি শেষ দশকে ক্রেতা সমাগম আরও বাড়বে। করোনাকালীন গত দুই বছরে বড় ধস নেমেছে সিল্ক খাতে। এবারের ঈদে লোকসান কিছুটা কাটিয়ে ওঠা যাবে বলেও আশাবাদী তিনি। 

রাজশাহী সিল্ক ফ্যাশনের ম্যানেজার সেলিম রেজা বলেন, আমারা প্রস্তুতি রেখেছি। আশা করছি অন্য বছরের চাইতে বেশ ভালো ব্যবসা হবে। ১৫ রমজানের পর থেকে অধিক সংখ্যক ক্রেতা আসতে শুরু করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]