রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইনসহ মোঃ রফিকুল ইসলাম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার ২৭ মার্চ ভোর পোনে ৫টায় গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ১১০ গ্রাম হেরোইন ও নগদ ৩০,০০০ টাকা ইদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোফাজুল এর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামে মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর পোনে ৫টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার টিনসেড বসতঘরের পূর্ব পার্শ্ব মাটির পিরার ভিতরে মাটির আনুমানিক ২ ফিট গভীরে পোতানো অবস্থায় ১১০ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।