দেখে নিন আপনি বুদ্ধিমান কী না!


ফারহানা জেরিন , আপডেট করা হয়েছে : 26-03-2024

দেখে নিন আপনি বুদ্ধিমান কী না!

নিজের বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী নন। কেউ নিজেকে বোকা ভাবেন আবার কেউ নিজেকে চালাক ভেবে বোকামি করে বসে। আসলে মানুষ খুব কমই বুঝতে পারেন,যে সে কতটুকু বুদ্ধিমান।

কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সমীক্ষা অনুসারে জানিয়েছেন বুদ্ধিমানদের বেশ কিছু লক্ষণ আছে।

তাই এসব লক্ষণ আপনার মধ্যে থাকলে হতে পারেন আপনিও বুদ্ধিমান।কারণ বুদ্ধিমানদের চালচলন,কথাবার্তা ও দৃষ্টিভঙ্গি অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। তাহলে আসুন মিলিয়ে নিন আপনি সত্যিই বুদ্ধিমান কী না-

১)সব বিষয়েই কৌতূহল থাকা ভালো। এতে কোথায় কী ঘটছে,কেন ঘটছে এসব সম্পর্কে ধারণা পাওয়া যায়।যদি এসব বিষয়ে আগ্রহী হন,তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ। বিশেষজ্ঞদের মতে,বুদ্ধিমানরা জ্ঞানী হয়ে থাকেন। কারণ তারা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী।

২)আপনার মধ্যে কী সহানুভূতি এবং সমবেদনা আছে? একজন ব্যক্তি যত বেশি সমবেদনাশীল, ততই তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ভালো যোগাযোগ দক্ষতা বুদ্ধিমানেরর লক্ষণ। এমন ব্যক্তিরা যেকোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে পারেন।

৩)আপনার স্মৃতি কী প্রখর? বুদ্ধিমান ব্যক্তিদের স্মৃতি অনেক ভালো হয়ে থাকে। তারা কম সময়েই অনেক কিছু শিখতে পারেন। কারণ মেধাবীরা যে কাজটি করেন,তা মনোযোগ সহকারে করেন। আপনি যদি এমন হয়ে থাকেন,তাহলে অবশ্যই বুদ্ধিমানদের মধ্যে আপনিও একজন।

৪)বুদ্ধিমানরা কখনো সফলতার পেছনে দৌড়ান না।বরং বর্তমান নিয়েই বেশি ভাবেন তারা। আপনি যদি সবার মতো সফল হওয়ার জন্য না দৌড়ান,তবে আপনিও বুদ্ধিমান-এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]