পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর হামলার শিকার চিনা ইঞ্জিনিয়াররা। বালুচিস্তান এলাকায় উন্নয়নের কাজে নিযুক্ত চিনের ইঞ্জিনিয়ারদের গাড়ির কনভয়ে একটি আত্মঘাতী গাড়ি ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটালে ৫ চিনের ইঞ্জিনিয়ার ও তাঁদের পাকিস্তানি গাড়ির চালকের মৃত্যু হয়। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
তবে পৃথক বালুচিস্তানের দাবিতে আন্দোলন করা জঙ্গিগোষ্ঠী এই হামলার পিছনে থাকতে পারে বলে অনুমান, যারা ২০২১ সালেও পাকিস্তানে চিনের নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল বালুচ জঙ্গিরা।
বালুচিস্তান এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য চিন কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছে। কয়েক বছর ধরে সেই কাজ চলছে। তবে শেষ এক সপ্তাহে তিনবার এই এলাকায় হামলা চালালো জঙ্গিরা। কোনও ক্ষেত্রেই কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার নিহত চিনা নাগরিকরা ইসলামাবাদ থেকে দাসুর দিকে যাচ্ছিলেন। দাসুতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ তৈরির কাজে নিযুক্ত ছিলেন তাঁরা।