হাদিসে বর্ণিত ৪টি দোয়া


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2024

হাদিসে বর্ণিত ৪টি দোয়া

হাদিসে চমৎকার অর্থবোধক অনেক দোয়া বর্ণিত হয়েছে। যে দোয়াগুলো আল্লাহর রাসুল (সা.) নিজে করেছেন এবং তার সাহাবিদেরও শিখিয়েছেন। অনেক দোয়া সাহাবিরা করেছেন এবং রাসুল (সা.) তা কবুল হওয়ার জন্য দোয়া করেছেন। এই সুন্দর দোয়াগুলোর মাধ্যমে আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি।

হাদিসে বর্ণিত ৪টি দোয়া

১. নিজের সার্বিক প্রয়োজন পূরণের জন্য আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এভাবে দোয়া করতেন,

اللَّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَاهْدِنِي وَعَافِني وَارْزُقْنِي

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াজবুরনী ওয়ারফা’নী ওয়াহদিনী ওয়াআফিনী ওয়ারযুকনী

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমার প্রয়োজন পূরণ করুন, আমাকে উন্নত করুন, পথ দেখান, নিরাপত্তা দিন এবং জীবিকা দান করুন। (সুনানে ইবনে মাজাহ: ৮৯৮)

২. হেদায়াত, তাকওয়া, সচ্চরিত্র ও সচ্ছলতা চেয়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اَللّٰهُمَّ إنِّي أَسألُكَ الهُدَى وَالتُّقَى وَالعَفَافَ وَالغِنَى

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল-হুদা ওয়াত্তুক্বা, ওয়ালআফাফা ওয়ালগিনা

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে নিকটে সঠিক পথের দিশা, আল্লাহরভীতি, চারিত্রিক পবিত্রতা ও সচ্ছলতা প্রার্থনা করছি। (সহিহ মুসলিম: ৭০৭৯)

৩. দুনিয়া ও আখেরাতের বিপদমুক্তি চেয়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتِنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ

উচ্চারণ: আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ-দুনিয়া ওয়া আজাবিল-আখিরাতি

অর্থ: হে আল্লাহ সব বিষয়ে আমাদের শেষ পরিণতি ভালো করুন। দুনিয়ার লাঞ্চনা ও আখেরাতের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। (সহিহ ইবনে হিব্বান: ৯৪৯)

৪. উন্নত ইমান এবং জান্নাতে নবিজির (সা.) সান্নিধ্য চেয়ে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রহ.) দোয়া করতেন,

اللَّهمَّ إنِّي أسأَلُكَ إيمانًا لا يَرتَدُّ، ونَعيمًا لا يَنفَدُ، ومُرافقةَ محمَّدٍ في أعْلى جَنَّةِ الخُلدِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইমানান লা য়ারতাদ্দু ওয়া নাইমান লা য়ানফাযু ওয়া মুরাফাকাতা নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামা ফি আ’লা-লজান্নাতিল খুলদি।

অর্থ: হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইমান প্রার্থনা করি যা পরিবর্তন হবে না, এমন নেয়ামত প্রার্থনা করি যা কখনও শেষ হবে না আর প্রার্থনা করি চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনার নবি মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) সান্নিধ্য। (মুসনাদে আহমদ: ৪৩৪০)


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]