রাজশাহী মহানগরীতে মোঃ মিঠু মিয়া (৫২), নামের এক গাঁজার গাছ চাষিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৪ মার্চ) ভোর সোয়া ৫টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার চাষের জমি থেকে ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ মিঠু মিয়া (৫২), সে গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার মৃত সাদা মিয়ার ছেলে। বর্তমানে সে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায বসবাস করে।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জমিরুল ইসলাম।
তিনি জানান, রবিবার ভোর সোয়া ৫টায় মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় এক ব্যক্তি গোপনে প্রাচীর দিয়ে ঘেরা জমিতে বিভিন্ন শাক-সবজি ও কলা গাছ চাষের পাশাপাশি গোপনে গাঁজার চাষাবাদ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা চাষি মিঠুকে গ্রেফতার করে এসআই এসআই মোঃ আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার গাঁজা গাছ চাষি মিঠুর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।