রাজশাহী মহানগরীতে গাঁজা ও ইয়াবা-সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) রাত সোয়া ১২ টায় মাদক মামলার আসামি মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে করে ৬২ গ্রাম হেরোইন-সহ তার মা ফুলজানকে গ্রেফতার করা হয়। তবে আসামি মুন্না কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কাটাখালী ও বেলপুকুর থানায় ৩টি মাদক মামলা রয়েছে।
এর আগে, রাত ৮টায় চারঘাট হতে সিএনজি যোগে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুরের দিকে যাওয়ার পথে সিএনজি থামিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবা-সহ ৩জনকে গ্রেফতার করে কাটাখালী থানার ওসি মোঃ তৌহিদুর রহমান, এসআই শাহিন, টিএম সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রাজু আহমেদ (২০), সে রাজশাহীর বাঘা থানার চাঁদপুর গ্রামের মোঃ শেখ আব্দুল্লার ছেলে, হুসাইন আলী (২১), সে একই গ্রামের মুনছুরের ছেলে ও মাদক মামলার আসামি মোঃ মুন্না (২৭) সে মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মোঃ মুক্তার হোসেনের ছেলে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, মাদকসহ গ্রেফতারকৃত ৪জন আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।