যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 22-03-2024

যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায় দর্শকের। কিন্তু, কঙ্গনাকে নিয়ে রয়েছে একাধিক বিতর্কও। বিভিন্ন সময় মন্তব্যের জেরে বিতর্কে জড়ান। এছাড়াও নানা বিষয় চাছাছোলা বক্তব্যের জন্যও বারবার চর্চায় চলে আসেন কঙ্গনা রানাওয়াত। জুনিয়ার থেকে সিনিয়ার, কাউকেই ছেড়ে কথা বলেন না কঙ্গনা। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ছন্দেই জীবনে চলতে পছন্দ করেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একাধিক সাক্ষাৎকারে জীবনের অনেক অজানা কথাই শেয়ার করেছেন ক্যুইন কঙ্গনা।

ছোটবেলায় পাড়ার ছেলের দ্বারা কী ভাবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সেই ঘটনার কথাও শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। মেয়েবেলার একটি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, 'আমাদের এলাকায় একটি ছেলে ছিল। আমার থেকে হয়তো তিন-চার বছরের বড়। যৌনতা প্রদর্শন করার চেষ্টা করতেন। আমরা সকলেই খুবই ছোট ছিলাম। আমাদেরকে ডেকে কাপড় জামা খুলতে বলত। তারপর আমাদেরকে চেক করত। সেই সময় আমার বয়স ছিল মাত্র পাঁচ-ছয় বছর। সেই সময় বুঝতে পারিনি আমার সঙ্গে ঠিক কী হয়েছিল। আমার মনে এই ধরনের পুরুষ সমাজের চারদিকে রয়েছে।' রিয়্যালিটি শো লক আপে এসে জীবনের সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন কঙ্গনা। আরও বলেন, 'অনেক মেয়েই ছোটবেলায় এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন। কিন্তু, জনজমক্ষে সে কথা কেউ বলার সাহস পায় না।'

বলিউডের ক্যুইন আরও বলেন, 'ছোটবেলায় মেয়েদেরকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করা হয়। পরিবার যতই সুরক্ষা দেওয়ার চেষ্টা করুক মেয়েদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েদের ছোটবেলায় এই বিষয়ে কোনও পাঠ পড়ানো হয় না। ছোট বলে তাদেরকে বোঝানোও যায় না কোনটা খারাপ স্পর্শ আর কোনটা ভালো। এটা আমাদের সমাজের একটা বিরাট ঘটতি। বাচ্চা মেয়েরা এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। শিশুদের যৌন হেনস্থার সম্পর্কে ছোট থেকে বোঝানোটা খুব দরকার। না হলে এই ঘটনা কোনওদিন কমবে না। '

ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী সোনম কপুরও। তিনিও এক সাক্ষাৎকারে সেই কথা জানান। অনিল কপুরের মেয়ে সোনম বলেন, 'বনধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছিলাম। একজন আচমকা পিছন থেকে এসে আমার স্তন চেপে ধরে। এটা ঠিক সেই সময় আমি পরিণত নই। সেই অর্থে শারীরিক গঠনও পূর্ণতা পায়নি। তবে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেমা। কিছু বুঝতে পারিনি, তবে খুব কেঁদেছিলাম। সিনেমা হলে বসে আমি যেন কিছুই বলতে পারছিলাম না। বসে শুধু সিনেমটা দেখেছি।'


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]