সাপাহারে আগুন লেগে বাড়ি পুড়ে নিঃস্ব দরিদ্র পরিবার


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 22-03-2024

সাপাহারে আগুন লেগে বাড়ি পুড়ে নিঃস্ব দরিদ্র পরিবার

নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে নিঃস্ব এক দরিদ্র পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বাখরপুর মহিষডাঙ্গা গ্রামে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাখরপুর মহিষডাঙ্গা গ্রামের বেলাল হোসেনের মেয়ে জাকিয়া সুলতানা ঘরে শুয়ে ছিলো। এমতাবস্থায় বৈদ্যুতিক তারে আগুন লাগা দেখতে পায়।এসময় সে ডাকচিৎকার শুরু করে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে ঘরে আটকা পড়ে জাকিয়া সুলতানা। তার চিৎকার শুনতে পেয়ে তার বাবা বেলাল হোসেন জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে তার মেয়েকে উদ্ধার করে। এসময় বাবা-মেয়ের আগুন লেগে দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়।  পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়। 

ঘটনার সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে ওই হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ গৃহিনী জাকিয়া সুলতানা জানান যে, তাদের পরনের কাপড় ছাড়া ঘরে থাকা প্রায়  দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।উল্লেখ্য যে, জাকিয়া সুলতানা সাপাহার উপজেলার এলজিইডি অফিসের পিয়ন বলে জানা গেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]