৬০০ টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে আরএমপি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 19-03-2024

৬০০ টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে আরএমপি

রমজানে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম দামে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৮ মার্চ) রাজশাহী পুলিশ লাইনে ৬০০ টাকা কেজিতে খেটেখাওয়া মানুষের কাছে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেয় আরএমপি। 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না এমন খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন। এতে করে মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।

তিনি আরও জানান, সোমবার প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। এই গরুর মাংস সরকারি নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস কিনতে পেরেছেন। এটি চলমান কার্যক্রম। পরবর্তীতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]