গত ৯ মার্চ সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মসজিদ পট্টি এলাকায় একটি বসতিতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় জনগন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও উক্ত বসতির দুটি দরিদ্র পরিবার গৃহহীন হয়ে পড়ে।
ওই অগ্নিকান্ডে খতিগ্রস্থ পরিবারের খবর পেয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকরা সেই পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করে। ক্ষতিগ্রস্থ দুই পরিবারের তথ্য সংগ্রহ করে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে তাদের বিভিন্ন নন-ফুড আইটেম যেমনঃ কম্বল, রান্নার বিভিন্ন হাড়ি-পাতিল, মগ, বালতি এবং দুই পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় জামাকাপড় দিয়ে তাদের তাৎক্ষনিকভাবে সহযোগিতা করা হয়।
এছাড়াও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সকল যুব স্বেচ্ছাসেবক নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং তাদের পাশে দাঁড়ায়। এসময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তৌহিদুল হক সুমন, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান , উপ-যুব প্রধান ১ মোসাঃ তাহমিনা আকতার, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের উপ-প্রধান শ্রাবন্তী আকতার ফারহানা, স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান মোঃ রিয়াদ খান রাতুল, তহবিল সংগ্রহ বিভাগের উপ-প্রধান শেখ মোঃ রোহান, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের উপ-প্রধান তারিক আহমেদ সিদ্দিকী এবং ইউনিটের যুব সদস্য ইয়ামিন রুশদী এবং সাফিনা আজাদ হাফসা।