রাজশাহী মহানগরীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৩ মার্চ) রাতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: নাজমুল ইসলাম (৩০), মো: মাহফুজুর রহমান (৩৮) ও পরিতোষ ঘোষ (৫৬)। নাজমুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়ার মো: আ: মতিনের ছেলে, মাহফুজুর রহমান বোয়ালিয়া থানার হেতেমখাঁর মৃত আ: মতিনের ছেলে ও পরিতোষ একই থানার কুমারপাড়ার মৃত জিতেন্দ্রনাথ ঘোঘের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি রাত পৌনে ১০টায় সেখানে অভিযান পরিচালনা চালিয়ে মো: নাজমুল ইসলাম ও মো: মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
অপর একটি অভিযানে এসআই এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর সঙ্গীয় ফোর্স রাত ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অভিযান পরিচালনা করে আসামি পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।