ইফতারের উপর নিষেধাজ্ঞা: প্রতিবাদে রুয়েটে গণ-ইফতার কর্মসূচী


এম. শামীম (রাবি): , আপডেট করা হয়েছে : 12-03-2024

ইফতারের উপর নিষেধাজ্ঞা: প্রতিবাদে রুয়েটে গণ-ইফতার কর্মসূচী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার মাহফিলের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণইফতারের আয়োজন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) রমজানের ১ম দিনে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেন তারা।

ইফতার কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, ইসলাম হলো চারা বীজের মতো। এটাকে যতই মাটির নিচে পুতে ফেলতে চাইবে ততই মাটি ফেটে উপরের দিকে উঠবে। রুমেটের গণ-ইফতার কর্মসূচি তার জ্বলন্ত উদাহরণ।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম বলেন, ইফতারে নিষেধাজ্ঞায় প্রতিবাদ স্বরুপ আজকের এই ইফতার মাহফিল। আমি এই জন্য এখানে এসেছি যে হাদিসে এসেছে, ভালো কাজে সাহায্য-সহযোগিতা কর আর মন্দ কাজ থেকে বিরত বা নিষেধ কর। 

আমাদের ভালো কাজে সহযোগিতা করতে হবে তা না হলে ইসলামের শত্রু নাস্তিক-শিরককারী সুযোগ নিবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]