রাজশাহী মহানগরীতে ৫৩ বোতল অ্যালকোহল ও ৩০ বোতল চোলাইমদ-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) রাত পৌনে ৯টায় আরএমপি পবা থানার তালগাছী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আব্দুর রাজ্জাক (৬৭), সে মহানগরীর পবা থানার তালগাছী পূর্বপাড়া এলাকায় মৃত জহির মন্ডলের ছেলে ও মোঃ কবির হোসনে (৩২), সে রাজশাহীর দূর্গাপুর থানার বখতিয়ারপুর এলাকার মৃত কোবাদ ফকিরের ছেলে।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতার মাদককারবারীদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।