গোদাগাড়ীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১০ মার্চ) রাত ৯টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চান্দলাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৭০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সুমন হাসদা (২৪), সে গোদাগাড়ী থানাধীন চান্দলাই গ্রামের ভিরকুরামের ছেলে, মোঃ আঃ করিম (৫০), সে একই থানার নশিদানপুর গ্রামের মৃত: আইজ উদ্দিনের ছেলে, মোঃ আনোয়ারুল ইসলাম(৪৬), মোহনপুর দড়গাপাড়া গ্রামের মৃত: ছইয়ব আলীর ছেলে, মোঃ কুতুবুল (৪৭), সে দরগা বুছিরাপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
সোমবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।