রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া হার্টের পাশের একটি মাঠে দীর্ঘদিন যাবত জুয়ার রমরমা আসর চলছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দাবি, বায়া হার্টের পাশের একটি মাঠে জনৈক সেন্টু ও মিলন নামের ২জন ব্যক্তি এই জুয়ার আসর পরিচালনা করছেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জুয়ার আসরে জুয়া খেলে হচ্ছেন সর্বশান্ত। আর আঙ্গুল ফুল কলাগাছ হচ্ছেন জুয়ার বোর্ড পরিচালনাকারী অসাধু এই সেন্টু ও মিলন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ আর গুঞ্জন দীর্ঘদিনের। কিন্তু জুয়ার বোর্ড পরিচালনাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা বলেন, বায়া হার্টের পাশে একটি মাঠে এই অপকর্ম চলছে দীর্ঘদিন যাবত। প্রতিদিন সকাল ১০টার থেকে ১১টার মধ্যে ২০/২৫ জুয়াড়ী এই মঠে জড়ো হয়। এরপর সেখানে রমরমা জুয়ার আসর বসে। জুয়া খেলা চলে সন্ধা ৭টা পর্যন্ত। এছাড়াও এই জুয়া আসরে জুয়াড়ীদের চড়া সুদে টাকা দেয় জুয়ার বোর্ড পরিচালনাকারীরা।
জুয়ার বোর্ড বন্ধে আরএমপি পুলিশ কমিশনার-এর কঠোর হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা।
এ ব্যপারে জানতে রবিবার বিকালে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহা: মনিরুজ্জামান এর মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে আরএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম জানান, বায়া হার্টের পাশের একটি মাঠে দীর্ঘদিন যাবত জুয়ার আসর বসে। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।