সিরাজগঞ্জে ১৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫টায় “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড়ের সামনের মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শরিফুল ইসলাম ওরফে জুয়েল মাহমুদ (২৭), সে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার রামাইল এলাকার মোঃ শহিদুল্লাহ’র ছেলে ও মোঃ আবু হানিফ ওরফে রুবেল (২৯), সে একই থানার গোবিন্দপুর টেঘরী এলাকার মোঃ আঃ কাদেরের ছেলে।
শনিবার বিকালে র্যাব-১২ সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলা-সহ দেশের বিভিন্ন জেলায় মোটর সাইকেলযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।