বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদিতে পাঁচজনের শিরশ্ছেদ


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 07-03-2024

বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদিতে পাঁচজনের শিরশ্ছেদ

বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি আরবে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করেন। ওই প্রতিষ্ঠানে গার্ড হিসেবে কর্মরত ছিলেন হত্যার শিকার হওয়া বাংলাদেশি ব্যক্তি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত পাকিস্তানিরা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে বাংলাদেশিসহ দুই গার্ডকে বেঁধে ফেলেন। এরপর তাদের ওপর নির্যাতন চালান। এতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।  

তদন্তে শেষে মামলাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পায় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়। যা পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্টে বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার পবিত্র মক্কা নগরীতে শিরশ্ছেদের মাধ্যমে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সৌদিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গত জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, এক সুদানি নাগরিককে হত্যার দায়ে চার ইথিওপিয়ার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এই চারজন ওই সুদানিকে প্রচণ্ড মারধর করে এবং হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করেন। তবে কি কারণে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেটি প্রকাশ করা হয়নি।

এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে এক ভারতীয়কে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে তারা ওই ভারতীয়র মুখে কীটনাশক ঢেলে দেন। এতে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের শিকার হওয়া ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা জায়গায় নিয়ে যান দুই বাংলাদেশি। এরপর পেছন থেকে কাপড় দিয়ে তার গলায় চেপে ধরে এবং মুখে কীটনাশক ঢেলে দিয়ে তাকে হত্যা করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]