৩৪ হাজার বার্গার খেয়ে নতুন বিশ্ব রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-03-2024

৩৪ হাজার বার্গার খেয়ে নতুন বিশ্ব রেকর্ড

সর্বোচ্চসংখ্যক বিগ ম্যাক বার্গার খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লেখালেন মার্কিন নাগরিক ডোনাল্ড গোর্স্ক (৭০)। শুধু গত বছরই তিনি ৭২৮টি বিগ ম্যাক বার্গার খেয়েছেন। এরপরই সারাজীবনে সবচেয়ে বেশি বার্গার খাওয়ার রেকর্ড গড়েন তিনি।

ডোনাল্ড এ পর্যন্ত মোট ৩৪ হাজার ১২৮টি বিগ ম্যাক বার্গার খেয়েছেন বলে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ থেকে প্রায় ৫২ বছর আগে প্রথম তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ফন্ড ডু ল্যাক থেকে প্রথম বিগ ম্যাক বার্গার খেয়েছিলেন। দিনটি ছিল ১৭ মে ১৯৭২। তিনি পেশায় একজন সাবেক কারা কর্মকর্তা।

তিনি বলেন, ‘সেই মুহূর্তে আমি বলেছিলাম, আমি সম্ভবত বাকি জীবনে এইগুলো খেতে যাচ্ছি। আমি কার্টনগুলো পেছনের সিটে ফেলে দিয়েছিলাম এবং প্রথম দিন থেকে সেগুলো গণনা শুরু করি।’

তিনি সেই দিন থেকে খাওয়া প্রতিটি বিগ ম্যাকের হিসাব রেখেছেন। এখনো তার কাছে সব প্যাকেট আর রসিদ রয়েছে। 

গোর্স্ক ১৯৯৯ সালে তার প্রাথমিক বিশ্ব রেকর্ড করেন। প্রাথমিকভাবে দৈনিক নয়টি বার্গার খাওয়ার পরে, তিনি তার খাওয়ার পরিমাণ কমিয়ে দুটিতে নিয়ে আসেন। এর মধ্যে একটি দুপুরে এবং অন্যটি রাতের খাবারের জন্য। রেকর্ড অনুযায়ী, গোর্স্ক তাজা বার্গার সংগ্রহের জন্য ম্যাকডোনাল্ডসে প্রতিদিন ভ্রমণ করতেন।

অবসর নেওয়ার পর থেকে, তিনি এখন সপ্তাহে দুবার প্রচুর পরিমাণে বার্গার ক্রয় করেন। একটি সঙ্গে সঙ্গে খান এবং বাকিগুলো পরে খাওয়ার জন্য রেখে দেন। ক্ষুধার সময় তিনি আলুর চিপস, ফলের বার বা আইসক্রিম খেয়ে থাকেন।

৩৪ হাজারের বেশি বার্গার খাওয়া সত্ত্বেও গোর্স্কের দাবি, তিনি কখনো স্বাস্থ্য সমস্যা অনুভব করেননি। তবে তিনি বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খান না এবং প্রতিদিন ছয় মাইল হাঁটার চেষ্টা করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]