রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯১ শতাংশ


এম শামীম (রাবি প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 06-03-2024

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯১ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল ৯টায় গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষা বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবারে ‘এ’ ইউনিটে মোট ৭৪ হাজার ৭৮৫জন আবেদনকারীর মধ্যে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিল প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বৃহস্পতিবার সি ইউনিট  গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), বি ইউনিট  গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) এবং  গ্রুপ-২: অ-বাণিজ্য (দুপুর ১টা থেকে ২টা) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার উপস্থিতির বিষয়ে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, 'এ' ইউনিটের চারটি গ্রুপের মধ্যে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-১,  গ্রুপ-২,  গ্রুপ-৩ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং ও  গ্রুপ-৪ ১৮ হাজার ৬৯৭ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ডীনস্ কমপ্লেক্সের সামনের চত্বরে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ে উপাচার্য  গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন। এছাড়া তিনি সকলের সহযোগিতায় বাকি তৃতীয় দিনের পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রমানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, ইউনিট এ এর প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. এক্রাম উল্যাহ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা উপস্থিত ছিলেন।

এদিকে তৃতীয় দিনের পরীক্ষা নিয়ে উপাচার্য আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডীনস্ কমপ্লেক্সের সামনের চত্বরে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এবারের ভর্তি-পরীক্ষায় ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২৫। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর থাকবে ৪০। ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিট মিলে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ৪ হাজার ৪৩৮টি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]