নাগরিকদের হাইতি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 06-03-2024

নাগরিকদের হাইতি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

জেলভাঙার পরে হাইতিতে প্রধানমন্ত্রী-বিরোধী বিক্ষোভ আরো তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র দ্রুত তাদের সমস্ত নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাইতিতে তাদের দূতাবাস কেবলমাত্র অতি প্রয়োজনীয় কাজের জন্য় খোলা থাকবে অন্যদিকে কানাডা জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূতাবাসের কর্মীদেরও ফিরিয়ে নেয়া হচ্ছে দেশে।

জাতিসংঘও হাইতির পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে। সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপত্তার বিশেষ দল আছে। তাদের অর্থ বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস নিজে হাইতির পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

তবে দেশটির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। রোববার জেল ভেঙে বাইরে চলে এসেছিল হাজার হাজার অপরাধী। সোমবার রাজধানীর রাস্তায় আগুন জ্বেলে পুলিশের সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে তারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাইতির রাজপথ। প্রধানমন্ত্রী এখনো গোপন আশ্রয়ে আছেন। তিনি কেনিয়ায় গেছিলেন সাহায্য চাইতে। কেনিয়ার সাহায্যে দেশের নিরাপত্তা রক্ষীর দলকে আরো মজবুত করতে। দেশে গ্যাং-লড়াইয়ের কথা আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একের পর এক হামলা চলছে। আগুন জ্বলছে।

এদিকে গ্যাং লিডার জিমি চেরিসিয়ার জানিয়েছেন, যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নইলে পরিস্থিতি বদলাবে না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন এবং নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু বাস্তবে তিনি তা করেননি। সূত্র: ডিডব্লিউ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]